Sunday 10 May 2020

জতুবসন্ত



অকথিত আলেখ্যরা ব্যক্তিগত ইথারে ডুবজল পাচ্ছে না,
অথচ ভেদ রহস্যের থেকেও মুগ্ধ ছায়া ফেলছে গবেষকের ধী,
এই সব মুদ্রা এক লিপিকে ইঙ্গিত করছে...
ভীষণ ভেসে উঠছে কারণ সমুদয়,
কেন চন্দ্র সামান্য এক দেবতা হলেও
কীট পতঙ্গের মত জনজাতি তাকে নারী হিসাবেই চেয়ে যায়।
বসন্তের পালক থেকে পোকা খাওয়া রোদ্দুর পিছলে যাচ্ছে ক্রমশ,
আর মেহজবীন উদাস হতে হতে আমি পৌঁছে যেতে চাইছি তোমার জন্মমুহুর্তে,
যেখানে আমার কোন স্মৃতি ছিলো না।