Wednesday 1 April 2020

বাঁশি ও ফ্রড



বাঁশি 

একটা রেশমের পোকা আয়না খুঁজে চলেছে...

মানে বই খোলার আগে শোনো, কাঠবিড়ালি কখনো বাদাম হতে চায়না, স্বপ্ন আর সাধ এক শব্দ নয়, ভুল যা হওয়ার বানানে হোক, উদ্দেশ্যের ফরেনসিক না জানলে ক্ষতি কিছু নেই। এখনো এই নগরী এই চরাচর প্রেত হতে চেয়ে কুয়াশায় মাথা গোঁজে, তুমি দেখো বা এড়িয়ে যাও, প্রতি রন্ধ্র থেকে ব্যথা কঁকিয়ে  উঠে রাগিণী মায়াবিস্তার করে। 

আয়নার টুকরোগুলোতে একটা মাকড়সা আদরের মত বুনে দিচ্ছে জাল...

তীর্থের কাক হলে ঘুরে আসা যেতো হস্তিনাপুর, পরিবর্তে এক অন্ধ কুকুরের মত সেই প্রভুর অপেক্ষায় বসে আছি যাকে কখনো দেখা হয়নি, যেহেতু জানি,
এমন নসিব নয় কেউ লিরিকে ব্যাখ্যা দেবে,
আজ রাধা বৃজ ছোড় চলি... 




ফ্রড 


পলাশের রক্ত মাখলে,
ব্যাধির বসন্ত দেখলে না।

তর্জনীতে মুক্তো ভাসালে,
ঝিনুকের গর্ভ চিনলে না।

নির্জনে শিকার ধরলে,
সর্বজনীন ফাঁদ বুঝলে না।

নেশাকে মাদক ডাকলে,
শিরায় সুফি জাগলো না।

পালক খেললে ময়ূর তুমি,
কৃষ্ণ জানলে না।


12 comments:

  1. প্রথম কবিতাটা মারাত্মক । এত ডাইমেনশন।। মাইন্ডব্লোইং- প্রীতম বসাক ।

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. অসামান্য লেখা দুটি । প্রথমটি অনবদ্য । ভীষণ গভীর । ----শুভদীপ নায়ক

    ReplyDelete
  4. প্রথমটি অসামান্য

    ReplyDelete
  5. দারুণ... এ লেখা ভাবাচ্ছে এটুকুই বলার!

    ReplyDelete