Wednesday 22 April 2020

নাগ



সেই অদ্ভুত পুকুরটা খুঁজে চলেছি যার নীচে শ্যাওলারা মোম ফেরি করে ফেরে, ডানা ভাঙা মৎস্যকন্যা কিছুর ঝুপড়ি থাকলেও থাকতে পারে, যদিও রক্তকে প্রবাল জ্ঞানে উপড়ে নিয়ে গেছে শৌখিন চন্দ্রের পুতুল ও মধুর কারবারি । এই কথায় মনে পড়ে গেল, করতল চিরে এনে দেওয়া শোণিতকে আলতা ভেবে এঁকেছিলাম, স্ব-কামি বাদুড় হতে না পেরে ঠোঁট রাখোনি, গীত না ছুঁতে পারলো গোবিন্দ, না পেলো অঘোর বিষাদ । তুমি এখনও বলবে মিরাকল সর্বদাই ধ্বণাত্মক কোন ঘটনা?  জাদু লন্ঠনের আলো ভেঙে দিয়ে সেরিন নামালে শিরায় আর সেই আশ্চর্য অন্ধকার মোহে উন্মাদ হতে থাকলাম যেখানে পাখনায় প্রদীপ গেঁথে দংশন সাজাবে পিরানহা লীলাবতী। পাতাল হেরে যায় এমন অতলে তলিয়ে গিয়ে জানবো শুধু গরলের ভাঁড়ারে টান ছিলো বলে কুলোপানা চক্করে আশ মিটিয়ে নিয়েছে মধুকর সর্পটি। 

35 comments:

  1. অদ্ভুত পুকুর যার নিচে শ‍্যাওলারা মোম ফেরি করে
    এই তো প্রবাল দ্বীপের জন্ম হয়ে গেল। কেমন সেই পুকুর আর তার অদ্ভুত গুণ,পুক পু হয়েও গর্ভে প্রবাল দ্বীপ ধারণ করেছে। গভীরে টানছো পাঠককে আর "গীত না ছুঁতে পারলো গোবিন্দ, না পেলো অঘোর বিষাদ" এখানে এনে পাঠককে নিঃস্ব করে দিলে। বুকের ভিতরে শুরু হয়ে গেল হাহাকার। মোলায়ম হয়ে উঠছে লেখা।ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. এমন মন্তব্য পাওয়ার জন্য ১০০ টা পাতা ছিঁড়ে অপেক্ষা করতে হয়

      Delete
    2. কী যে বলে! এসব লেখার মহিমা; যে হৃদয়ে এমন বোধ উৎপন্ন করে,তখন "বুঝি কম" বলে কোনও আফসোস থাকে না। মনে হয় বুঝি না ভালোই হয়েছে।

      Delete
    3. তুমি বোঝ কম? সর্বনাশ করেছে তাহলে তো আমি নির্বোধ ।

      Delete
    4. বাজিগর এর বাংলা কী গো?

      Delete
  2. পুকুর টা 'পুক পু' হয়ে গেছে।

    ReplyDelete
    Replies
    1. এব‍্যাপারে আমার বেশ সুনাম আছে 🙄
      আমার কীপ‍্যাডে সহজ ভালো কথা খিস্তিতে কনভার্টার হয়ে যায় বুঝি না। যখন চোখে পড়ে ততক্ষণে অন‍্যের পড়া সারা।

      Delete
    2. আমার মাথায় ফিল্টার লাগান আছে, যতই কনভার্ট হোক, অটো কারেকশন হয়ে যায় 😇

      Delete
  3. স্বপ্নের ভেতরে এক শান্ত নদী আসে ।
    ভৈরবী ভোরে শুনি স্মৃতির আজান ।

    অহেতুক মেতে উঠি রঙিন খেলায়
    ভেসে যায় বালক বয়স
    জলছুঁই অভিমান ।

    নদীরও কি মৃত্যু হয় , শোকসভা ?

    ReplyDelete
  4. অদ্ভুত সুন্দর লেখাটা । সেই সঙ্গে লেখাটার ভিতরে রয়েছে একটা গোপন রাগ ,হয়তো নিজের ওপরে, কিংবা অন্যকিছু । তবে লেখাটি অসামান্য । শুভদীপ ।

    ReplyDelete
  5. এক আশ্চর্য যন্ত্রণার গল্প... ভালো লাগল সোনালী।

    ReplyDelete
  6. এক আশ্চর্য যন্ত্রণার গল্প... ভালো লাগল সোনালী।

    ReplyDelete
  7. আহা! কিছু বলব না।

    ReplyDelete
  8. 'খুঁজে চলা' কি এতো তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়!

    ReplyDelete
  9. বাহ,কেয়াবাত, লা জবাব

    ReplyDelete
  10. লেখা পড়েই প্রেমে পড়ে গেলাম। লাভ ইউ

    ReplyDelete
    Replies
    1. হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা, খুব ভাল

      Delete
  11. কবিতার মন্তব্যে "nice" শব্দটি অশ্লীল লাগে

    ReplyDelete
  12. কোথায় দেবো ডুব? সম্পূর্ণতা খুঁজতে না নিজের হোরক্রাক্স খুঁজতে। তাড়া করে বেড়ায়, খুঁজে পেতে গেলে এক জীবনে হয়? না জানা গুলোই শব্দ হয়, দৃশ্যময়তা তৈরী করে!

    ReplyDelete
    Replies
    1. এমন নিগূঢ় পাঠও স্তম্ভিত করে

      Delete
  13. পিরানহা লীলাবতী শব্দবন্ধের ব্যবহার আমাদের মতো ব্যর্থ কবিকে পাগল করে দেবে।
    আর কবিতার গতি কী চমৎকার!
    কবিকে আমার নম্র নমস্কার।

    ReplyDelete
    Replies
    1. যিনি লিখলেন তাঁকে,তাঁর ধী কে আমি নিত্য প্রণাম করি

      Delete
  14. মন চলো ডুব দিই এই অদ্ভুত পুকুরে ।

    ReplyDelete
    Replies
    1. এই মন টির অধিপতিকে জানার তীব্র কৌতূহল থাকল

      Delete
  15. ভালো লেগে যাওয়া ব্যাথাতুর মুহূর্ত

    ReplyDelete